খাদ্য সংকট মোকাবিলায় ফসলের উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশি ফসল উৎপাদনের স্বার্থে কোনো জমি যাতে অনাবাদী না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আজ মঙ্গলবার এই নির্দেশনা দেন তিনি। একনেক চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভার্সুয়ালি সভায় সংযুক্ত হন তিনি। রাজধানীর শেরে বাংলানগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের মূল সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা এবং একনেকের অন্যান্য কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
একনেকে ৮ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৯২৯ কোটি টাকা। বাকি ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা বৈদেশিক ঋণ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।