মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২৮২ জন আক্রান্ত হয়েছেন। তবে কেউ মারা যাননি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন।
আজ বুধবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছিল ৩১৩ জন। মারা যাননি কেউ।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৯ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের হার ছয় দশমিক ৯৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। আর সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।