মুক্তিযুদ্ধের চেতনার ভয়েস ও সাংবাদিক অধিকার আদায়ে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত হয়েছে সাংবাদিক প্ল্যাটফরম জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশে।দৈনিক যুগান্তরের আতিকুর রহমান চৌধুরীকে সভাপতি ও দৈনিক স্বদেশ বিচিত্রা র ইকবাল হাসান কাজলকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ আবুল হোসেন- দৈনিক আজকের সংবাদ, সাবিরা ইসলাম -দৈনিক নয়া শতাব্দী,রফিকুল ইসলাম সুজন -যুগবার্তা, যুগ্ন সাধারণ সম্পাদক হানিফ শহিদ -দৈনিক এই বাংলা, প্রতীক মাহমুদ -সারাবাংলা ডটনেট,মাসুদ রানা জীবন – স্বনির্ভর বার্তা, কোষাধ্যক্ষ নুরুন নাহার রিক্তা -দৈনিক নব জীবন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান স্বপন -এফএনএস,শেখ সলিমুল্লাহ নয়ন-দৈনিক আমাদের কন্ঠ,দপ্তর সম্পাদক হুমায়ূন কবির মুজিব দৈনিক স্বদেশ বিচিত্রা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব -দৈনিক সংবাদ প্রতিদিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক -জাহিদা পারভেজ ছন্দা-দৈনিক সংবাদ, মহিলা বিষয়ক সম্পাদক -যুথি ডিবিসি নিউজ, নির্বাহী সদস্য শাহাদাৎ রানা-এটিএন নিউজ, রুমেল খান -দৈনিক জনকণ্ঠ, সালাম বেপারী -দর্পন প্রতিদিন, দিপা ঘোষ-টাইমস অব বাংলাদেশ,রেহমান আসাদ-এফএনএস,আসিফ ইকবাল -দৈনিক সংবাদ, মোঃ শাহাবুদ্দিন, দৈনিক করতোয়া,শাহিন চৌধুরী -দৈনিক আমাদের কন্ঠ।
অদ্য ২ আগস্ট রাজধানীর তোপখানা রোড, ২৪ ডি, সেগুনবাগিচায় আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এই কমিটি গঠিত হয়।সকলের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
সভায় স্বপরিবারে জাতির জনকের হত্যাকারীদের অসমাপ্ত বিচারের কাজ সমাপ্ত করার দাবিসহ প্রয়াত সাংবাদিক অমিত হাবিবের জন্য শোক প্রস্তাব আনা হয়। সভায় সম্পূরক প্রস্তাব হিসেবে গণমাধ্যম কর্মী আইন সাংবাদিক দের জন্য যুগোপযোগী করার দাবি জানানো হয়।