সূর্যের নিস্তেজ রকমারি বিকেল
আমার থেকে একটু ভিন্ন
যে বিকেলে যৌবন নেই!
আছে শুধু্ প্রেমের রোমাঞ্চকর দৃশ্যপট।
মৃদু বাতাস বইতো কেশ জুড়ে
হাতছানি দিত নদীর কূল কূল
ধ্বনি কথা বলতো তীরের স্বপ্ন কুলে
বুনন হতো সংসার চিত্র হৃদয় তরে।
ভালোই ছিল সময়ের স্মৃতিপট তোমার
অস্তিত্ত্বের সুচারু রেখায়
কিন্তুু, হঠাৎ তোমার অযোগ্য হয়ে উঠলাম
সংসার সাগরে সমাজব্যবস্থায়।
ধর্ম, দরিদ্রতা,কুচক্রীমহল,স্বার্থান্ধতায়।