ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ও পিতা মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিবালয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তীব্র নিন্দা
৬ সেপ্টেম্বর ২০২০ ইং সকালে তারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে সামনে শিবালয় উপজেলার বিভিন্ন জায়গায় ইউএনও এবং তার পিতা বীর মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যানার ফেস্টুন দেন। শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মাস্টার বলেন, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু করোনার কারণে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন যা আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এবং আমরা আগামী বুধবার সকালে শিবালয় উপজেলা চত্ত্বরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন করবো।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা বাবু পংকজ চন্দ্র বলেন, দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরী ভিত্তিতে নেয়া হোক। তিনি আরও বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহ উপজেলার সকল কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা ভবিষ্যতে মোবাইল কোর্ট পরিচালনা, জঙ্গী ও সন্ত্রাস দমনে নানা চ্যালেঞ্জমূলক কাজে মাঠে থাকতে সংকোচ বোধ করবেন আর এতে সমাজে অপরাধ বৃদ্ধি পাবে। এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি, এম, রুহুল আমিন রিমন বলেন, মাঠ পর্যায়ে সরকারের রুটিন কাজের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অনেক কাজ পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা- নির্বাহী অফিসার। এসব কাজের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, জঙ্গী ও সন্ত্রাস দমনে নানা চ্যালেঞ্জমূলক কাজে মাঠে থাকতে হয় আমাদের । প্রতিনিয়ত এসব কাজে জীবনের ঝুঁকি তৈরির পাশাপাশি স্থানীয় নানা সমস্যার মুখোমুখি হতে হয় উপজেলার কর্মকর্তাদের । মাঠ পযার্য়ের এসব সমস্যার কথা উঠে আসে প্রতিবছর জেলা প্রশাসকদের সম্মেলনে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন অনতিবিলম্ভে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক । আমি ব্যাক্তিগত ভাবে দেশের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের নিকট বিনিত অনুরোধ জানাই।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।