সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সাভার উপজেলা আওয়ামী লীগ। রবিবার (৬ মার্চ) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনার জবাবে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে বলেই মানুষ নৌকায় ভোট দেয়। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। ডা. এনামুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসিত, উন্নয়নের রোল মডেল।
দেশ থেকে বিএনপির নাম মুছে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় গত রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেওয়া এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্ররা এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি প্রমুখ।
- আরও খবর পড়ুন : গৌরনদীতে বসতঘরে বিস্ফোরণ
-
সাকিবের উপর মনক্ষুন্ন বিসিবির