দেশের বাজারে ভোজ্যতেলের দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্যতেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায়, তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না।’
শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল আমদানির চেষ্টা চলছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সর্বশেষ ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছে। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা। এত দিন ছিল ৭৬০ টাকা। কিন্তু এরই মধ্যে আবার তেলের দাম বাড়াতে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠতে শুরু করেছে।