আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে টিকে থাকার ম্যাচে আজ রাতে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আইসিসির সহযোগি দল স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সুপার টুয়েলভ পর্বে খেলতে হলে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচের আগের দিন সন্ধ্যায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় খেলায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। জয় পেতে ব্যাটসম্যানদের আরো বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন অধিনায়ক। পিচ এবং প্রতিপক্ষের কথা বিবেচনা করে একাদশ তৈরী করার ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া ওমানের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলাটি। এর আগে বিকাল ৪টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।