আজ (রবিবার) সকালে কোভিড-১৯ মহামারী ও শোকের মাস উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ৫৫ নং ওয়ার্ড সালাম সরদার রোড ইউনিট আওয়ামী লীগ এর সভাপতি মো: ফারুক হোসেন ।
করোনার শুরুতে সচ্ছল মানুষেরা অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত পর্যায় থেকে যে যতটা পেরেছেন সহায়তা দিয়েছেন অসহায়জনকে। অনেক বাড়িওয়ালা বাড়িভাড়া কমিয়ে দিয়েছেন। সরকারের নানা ধরনের প্রণোদনা ছিল। অসহায় পরিবারগুলোকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ব্যবসায়ী ও সামর্থ্যবান মানুষেরা সহায়তা দিয়েছেন। কেউ খাদ্য নিয়ে পাশে দাঁড়িয়েছেন, কেউ অর্থ নিয়ে। কাজ হারানো লাখ লাখ মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা সর্বতোভাবেই করা হয়েছে। আমি দেখেছি, রাস্তার ধারে বসে থাকা অসহায় মানুষকে গাড়ি থামিয়ে ৫০০, ১০০০ টাকার নোট দিয়ে সাহায্য করে যাচ্ছেন সচ্ছল মানুষ। বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা দিয়েছেন নানা রকমের সহযোগিতা।
করোনাকালীন সময়ে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে, ব্যক্তিগত পর্যায় থেকে যে যতটা পেরেছেন সহায়তা দিয়েছেন তেমনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ডে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কামরাঙ্গীর চর থানা ৫৫ নং ওয়ার্ড সালাম সরদার রোড ইউনিট আওয়ামী লীগ এর সভাপতি মো: ফারুক হোসেন ।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলহাজ্ব মোঃ নুরে আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর বিপ্লবী সভাপতি, হাজী আব্দুর রশিদ সরকার। আরও উপস্থিত ছিলেন আমাদের সালাম সরদার রোড ইউনিট আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ সহ ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের এর নেতৃবৃন্দরা।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।