আজ কামরাঙ্গীরচর ৩১ শয্যা সরকারী হাসপাতাল মাঠে, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং এর অপতৎপরতা রোধ, অসামাজিক কার্যকলাপ ও অপসংস্কৃতি রোধে, আমাদের করণীয় এবং সামাজিক নিরাপত্তা লক্ষ্যে,সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তা শীর্ষক,মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার,জনাব মোঃ হাফিজ আল আসাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,জনাব মোঃ মুস্তাফিজুর রহমান,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের,৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ হোসেন এবং এলাকার বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ । এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এলাকাবাসী ,৫৬নং ওয়ার্ডের সমস্যা সমাধানের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন, মাদকমুক্ত বিভিন্ন সমস্যা নিয়ে,কথা বলেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । ৫৬ নং ওয়ার্ডবাসীকে আশ্বস্ত করেন সকল বিষয়ে আইনি সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান, জনগণকে সঙ্গে নিয়ে মাদক কিশোর গ্যাং সন্ত্রাস মুক্ত, কামরাঙ্গীরচর করার লক্ষ্যে কাজ করবে কামরাঙ্গীরচর থানার পুলিশ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সুন্দর