সিনিয়র সহকারী সচিব ও সমমর্যদার ২২০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রায় গত দুই বছর আগে তারা বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হয়েছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের যথাক্রমে ২০০৬, ২০০৯, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে তাদের এখনো পদায়ন করা হয়নি। পদোন্নতিপ্রাপ্ত এসব উপসচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আরো বলা হয়, পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করার আগ পর্যন্ত তারা কোনো আর্থিক সুবিধাদি পাবেন না। তবে ইতোমধ্যে যেসব ভাতা ও সুবিধাধি তারা ভোগ করছেন তা প্রাপ্ত হবেন। এসব উপসচিবদের অনলাইনে ([email protected]) যোগদানপত্র পাঠিয়ে যোগদান করতে হবে।
পদোন্নতি পাওয়া এসব উপসচিবের মধ্যে তিনজন সিনিয়র সহকারী সচিব বর্তমানে বিদেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন। তারা হলেন- ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক কাউন্সিলর মানুষ মিত্র, থ্যাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মোহাম্মদ খায়রুল হাসান ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মাশিয়াল কাউন্সিলর ড. মো. মিজানুর রহমান।
এর আগে ২০১৮ সালের ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অর্থনৈতিক ক্যাডারদের প্রশাসন ক্যাডারে একীভূত করা হয়েছিল। এরপর থেকে গত দুই বছর ধরে তাদের উপসচিব পদে পদোন্নতির বিষটি ঝুলে ছিলো।
জনপ্রশাসন মন্ত্রালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের নিয়ে বর্তমানে দেশে উপসচিবের সংখ্যা ১ হাজার ৭৮০ জন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।