কৃষিখাতে সৃষ্ট সংকট দূর করতে নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে এক ফোনালাপে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে এ আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি
তথ্যটি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আজ বিকেল ৫টার দিকে শেখ হাসিনার কাছে ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তার দেশের কৃষিখাতে চলমান সংকট দূরীকরণে ৫০ হাজার মেট্রিক টন সার সহায়তা চান।
জবাবে ওলি যে পরিমাণ সার চেয়েছিলেন তা সরবরাহ করতে সম্মত হয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ২০ মিনিট ধরে চলা এই ফোনালাপে রেলপথে ট্রানজিট সরবরাহের বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন সরকার প্রধান। এ জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কে পি শর্মা ওলি।
pm hasina with nepal pm oli1
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি
এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য খাতে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শিগগিরই ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ককে আরো বাড়াতে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করার ওপরও আলোচনা করেন তারা।
শেষে করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় সফলতার জন্য কে পি শর্মা ওলিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।