বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের মহান নেতা বঙ্গবন্ধু’ প্রচার হবে বাংলাভিশনে। স্বাধীনতার এই মহানায়কের জীবন ছিল সংগ্রাম মুখর, ছিল নানা ঘাত-প্রতিঘাত। কেমন ছিল বাঙালির এই মহানায়কের শুরুর জীবন? শৈশব, শিক্ষা, আন্দোলন আর রাজনীতিতে তার উত্থান নিয়ে বিশেষ এ অনুষ্ঠানে সঞ্চালকের সঙ্গে আলোচনা করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক হাবিবুল্লাহ সিরাজী। এটি প্রচার হবে আগামীকাল বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সংস্কৃতিকর্মী ও আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শিশু দিবস
এটিএন বাংলায় আগামীকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শিশু দিবস-২০২১’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। জ ই মামুনের উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় নির্মিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। অতিথি হিসেবে থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক, কমোডর মোহাম্মদ আতিকুর রহমান এবং এয়ার কমোডর মো. আব্দুল্লাহ আল মামুন।
দিনব্যাপী ‘শিশু মেলা’
মুজিব জন্মশতবর্ষ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিফএফডিসির ৮ নম্বর ফ্লোরে এটিএন বাংলার স্টুডিও এবং সংলগ্ন মাঠে আগামীকাল অনুষ্ঠিত হবে ‘শিশু মেলা’। দিনব্যাপী এ মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। মেলাটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ৪টি ক্যাটাগরিতে ৬ থেকে ১৫ বছর বয়সি শিশু-কিশোররা নাচ, গান, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলে রেজিস্ট্রেশন কার্যক্রম। গত ১২ মার্চ রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীদের অডিশন অনুষ্ঠিত হয়। প্রতি বিভাগ থেকে ২৫ জন প্রতিযোগী প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়। এসব প্রতিযোগীকে নিয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে মেলা এবং প্রতিযোগিতা। নাচের প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন মুনমুন আহমেদ, সোহেল রহমান ও তামান্না রহমান। সংগীতের বিচারক হিসেবে ধাকবেন নকীব খান, শুভ্র দেব ও দিনাত জাহান মুন্নি। আবৃত্তির বিচারক হিসেবে থাকবেন শিমুল মুস্তাফা, ভাস্বর বন্দোপাধ্যায় ও নায়লা তারান্নুম কাকীল। চিত্রাঙ্কনের বিচারক হিসেবে থাকবেন কনক চাঁপা চাকমা, নেসার আহমেদ ও সামিনা চৌধুরী। বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার। এছাড়া বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে অধ্যায়নের জন্য ১০ হাজার শিক্ষার্থীকে ১ লাখ টাকার সমপরিমাণ শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হবে। আয়োজনে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা। শিশু মেলার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন সেলিম দৌলা খান, রুমানা আফরোজ, আব্দুস সাত্তার, লানা খান, কুইন রহমান, মোশতাক হোসেন, নন্দিনী ইসলাম ও নাছির খান।
চ্যানেল আইয়ে মুজিব জন্মশতবর্ষ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই বছরজুড়ে আয়োজন করে আসছে নানা অনুষ্ঠানমালা। আগামীকাল রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় প্রচার হবে ‘তৃতীয় মাত্রা বিশেষ পর্ব’। সকাল ৭টা ৩০ মিনিটে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার পরিবেশনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজনে আগামীকাল থাকছে বঙ্গবন্ধুর প্রিয় গান এবং আসাদুজ্জামান নূর ও জয়ন্তু চট্টোপাধ্যায়ের আবৃত্তি। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠের আসর। দুপুর ১২টা ৩০ মিনিটে রাজু আলীমের প্রযোজনায় প্রচার হবে ‘ফ্রেশ-প্রিমিয়াম টি তারকা কথন’র বিশেষ পর্ব। দুপুর ৩টা ৫ মিনিটে ‘লাক্স মাঝ দুপুরের টেলিছবি’র আয়োজনে প্রচার হবে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘চাদর মুজিব’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, উপস্থাপনা এবং পরিচালনায় থাকছে ‘বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা’। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের নির্মাণে বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।