মেহেন্দিগঞ্জের উলানিয়ায় নির্বাচন স্থগিত হলেও এখনো থামনি সংঘর্ষ, পুলিশ সহ একাধিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। জানা গেছে, আজ শনিবার বিকেল ৪টায় সংঘর্ষ শুরু হয়ে তা রাত নয়টা পর্যন্ত চলতে থাকে, ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দীতাকারী আওয়ামীলীগ প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী রুমা বেগমের কর্মী সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে এতে উভয় পক্ষের ৩০জন আহত হওয়ার সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মমিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। প্রতিপক্ষের হামলায় পূর্বহর্ণি গ্রামের সোহেল (২১) এবং সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কনস্টেবল খোরশেদ (২২) সহ আরও ৩০জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সোহেলের হাতের বৃদ্ধ আঙ্গুল টি সম্পন্ন হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মাথায় ও শরিরের ভিবিন্ন স্থানে গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের ঘটনায় উলানিয়ায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রয়ে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মমিন উদ্দিন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।