দেশের বাজারে স্বর্ণের দাম আবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে। বুধবার সারাদেশে কার্যকর হবে। সর্বশেষ ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।
নতুন দর কার্যকর হওয়ায় কাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়। কাল থেকে ২২,২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে।
নানা জটিলতায় দেশে বৈধভাবে স্বর্ণ আমদানিও হচ্ছে না উল্লেখ করে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরে অস্থিরতা ও তেল দাম নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছে। ইতিমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯৫০ ডলার ছুঁয়েছে।
দেশের বাজারে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। তার মধ্যে আটবার বেড়েছে, কমেছে ৬ বার।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।