ফাইল ছবি
আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। গতকাল (বৃহস্পতিবার) এই উপকমিটির অনুমোদন দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মাশরাফি মোর্তজা
মাশরাফি ছাড়াও এই উপকমিটিতে আছেন আরও ছয়জন সংসদ সদস্য। এরা হলেন, পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম। এছাড়া উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে ১৭ জনকে রাখা হয়েছে।
বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব করা হয়েছে দেলোয়ার হোসেনকে।
রাজনীতির মাঠে আরও একটি দায়িত্ব পেলেন মাশরাফি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর জন্য তাকে এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
