মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চল বাচামারা, বাঘুটিয়া ও চরকাটারি ইউনিয়নের যমুনা নদীর অংশে বুধবার সকালে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মা ইলিশ ধরার প্রস্তুতিকালে ৫০,০০০ মিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত জাল আইনানুযায়ী তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে নদীতে মাছ ধরতে নামায় ১১জন জেলেকে ২২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা, দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্য গন।
একই সাথে বাচামারা, বাঘুটিয়া ও চরকাটারি ইউনিয়নের নদীর তীরবর্তী বিভিন্ন বাজারে মা ইলিশ রক্ষায় জনগণকে সচেতন করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই অভিযান আগামি ৪ নভেম্বর ২০২০পর্যন্ত চলবে। এ ছাড়া শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি, এম,রুহুল আমিন রিমন যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন জন কে আটক করে। পরে সার্বিক বিবেচনা করে প্রতিজনকে ৫০০০ টাকা করে তিন জনকে মোট ১৫০০০ হাজার টাকা অর্থ দন্ড দেন।