ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিস্থাপিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়। বয়োজ্যেষ্ঠ দুস্থ ও উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইদুল মাদবর। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে ২০২১ সালের মধ্যে বয়স্কভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরে ৪৯ লক্ষ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। চলতি ২০২০-২১ অর্থ বছরে এ খাতে বরাদ্দ রয়েছে ২৯৪০ কোটি টাকা। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে বিগত ৪ বছরে বয়স্কভাতা বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।