সোমবার (২০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্য বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মন্ডল, সমেন সাহার নেতৃত্বে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসরত অর্ধশতাধিক হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিএনপিতে যোগদান করেন।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার (আ. লীগ) বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।
তিনি বলেন, আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে-বলছেও।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের এই সদস্য বলেন, বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া তারা বাংলাদেশের ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে দুর্গাপূজায় এবং তার আগের দুর্গাপূজাও আমাদের বিএনপির নেতাকর্মীরা আপনাদের প্রতিটি পূজা মন্ডপে আপনাদের কাছে গেছে এবং আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকা ঠাকুরগাঁ এলাকায় সেখানে ২৬৫টি পূজামন্ডপ আছে সেখানে তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীরা আমরা পূজার যে আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছি। আজকের সময়টা অনেক কঠিন। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে একাত্তর সালের যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, যে ঐক্য সৃষ্টি করেছি, ‘২৪-এর বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙাতে চায়। আমরা যারা এই ভূখন্ডে বাস করি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উরাং সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই।
তিনি বলেন, আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আওয়ামী লীগের মতো পালিয়ে যাবে। আমরা সেই নেতাকে চাই, সে যেকোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই।
প্রশাসনকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আমরা দেখতে চাই না যে, আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোনোরকম বিপদের মধ্যে ফেলেছেন, কোনোরকম সমস্যা সৃষ্টি তৈরি করেছেন। আমার কাছে অনেক খবর আছে। দয়া করে এই সম্প্রদায়ের মানুষদের কাউকে কখনো হয়রানি করবেন না, কোনোভাবেই না।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকারসহ সনাতনী ধর্মের লোকজন।
