ছবি : সাইম হোসেন

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শতাধিক ছিন্নমূল অসহায় মানুষ ও দুস্থ পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
আজ শনিবার দুপুরে শহরের শহিদ মিনারে সামনে এ খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান ও যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে এ খাবার বিতরণ করা হয় । 
