জুলাই গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়েছে।
২২শে সেপ্টম্বর ২০২৪ইং রোববার রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠান স্বাধীনতা ২.০ উদযাপন অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত বীরদের দ্রুত সুস্থতা কামনার মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে বৈষম্যহীন শিক্ষা পরিবেশ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর জানিয়ে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে যদি কেউ দোষী হয়, তবে আইনী প্রক্রিয়ায় তার বিচার হবে। কোন প্রকার মব জাস্টিজ সহ্য করা হবে না। শিক্ষকদের সব সময় ছাত্রছাত্রীদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি কলেজ প্রঙ্গনে দুই বীর শহীদের নামে স্মৃতিস্তম্ভ করার ঘোষণাও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, দুই শহীদ ছাত্র পরিবারকে তিন লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষনা দিয়ে তিনি বলেন, ছাত্রছাত্রীদের সকল ন্যায্য দাবী পূরণে কলেজ প্রশাসন সদা আন্তরিক।
শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রছাত্রীদের দাবী পূরণের অঙ্গিকার ব্যক্ত করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কুদ্দুস এবং স্বাধীনতা ২.০ উদযাপন কমিটির আহ্বায়ক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন, কেন্দ্রীয় সমন্বয়ক আক্তার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র ইব্রাহীম নীরব, সমাজকর্ম বিভাগের ছাত্র সমন্বয়ক ফরিদ হোসেন শামীম। আলোচনা শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতিত স্বৈরাচারের গুলিতে শহীদ, কলেজের মেধবী শিক্ষার্থী বীর শহীদ সাইদুর ইসলাম শোভন, বীর শহীদ নাদিমুল হাসান এলেম এবং আহতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কর্ম ও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীরা এবং দৈনিক সময়ের সংবাদের সিনিয়র সাংবাদিক সাইম হোসেন ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।