এর আগে গত শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ‘ভর্তিযুদ্ধ’ শুরু হয়। নাম পরিবর্তন করে এবারের শিক্ষাবর্ষ থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরীক্ষা নামে পুনর্গঠিত চারটি ইউনিটে পরীক্ষা হবে।
এর আগে গত শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ‘ভর্তিযুদ্ধ’ শুরু হয়। নাম পরিবর্তন করে এবারের শিক্ষাবর্ষ থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরীক্ষা নামে পুনর্গঠিত চারটি ইউনিটে পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তির জন্য প্রায় দুই লাখ ৯৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী চার ইউনিটে আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে এক লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪১ হাজার ৩৬৮ জন ও চারুকলায় সাত হাজার ৯৭ শিক্ষার্থী আবেদন করেছেন। তৃতীয়বারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।