যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, প্রশাসন এবং সর্বস্তরের মানুষ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি ও ম্যুরালে ফুলেল শ্রদ্ধা, শোক র্যালি, কালো ব্যাজ ধারণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ। সময়ের আলোর ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : নগরীর নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ ছাড়াও সিটি করপোরেশন খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। অন্যদিকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ জেলা পুলিশ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
খুলনা : জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি দফতর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় পুষ্পমাল্য অর্পণ করেন।
বরিশাল : নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মু্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
সিলেট : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে সকাল ৯টায় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে সিলেট মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পশ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করেন।
রংপুর : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও র্যালি করে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রতিনিধি সদস্যসহ কর্মচারীরা। পরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজশাহী : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রামেবিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করা হয়। এরপর সকাল ১০টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙামাটি : রাঙামাটি জেলা জজ আদালত, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা আওয়ামী লীগ, স্বাস্থ্য বিভাগ, রাবিপ্রবি, রাঙামাটি মেডিকেল কলেজ ও জেলা পুলিশ শোক- শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিটি সংস্থা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর শহরের প্রাণকেন্দ্রের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়সহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়, স্কুল-কলেজ হাসপাতালে জাতীয় অর্ধনমিত করাসহ কালো পতাকা উত্তোলন করা হয়। জেলা শহরের ডিবি রোডে পৌরপার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
বাগেরহাট : জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শ্রদ্ধা জানান।
ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসনের আয়োজনে শহরের টেংকের পাড় থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ দলীয় নেতা, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা-শ্রেণি পেশার মানুষ।
গাজীপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ প্রমুখ।
জামালপুর : জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
ঝিনাইদহ : বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহরে শোক র্যালি বের করা হয়। র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুড়িগ্রাম : স্বাধীনতার বিজয় স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। এরপর কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর : জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক নুরেই আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মো. শাহজাহান প্রমুখ।
মানিকগঞ্জ : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মু. আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু উপস্থিত ছিলেন।
মেহেরপুর : জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান। এ ছাড়াও পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
নড়াইল : জেলা প্রশাসনের আয়োজনে পুরনো বাস টার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ওই স্থান থেকে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বরের মঞ্চে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
নেত্রকোনা : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেতনার বাতিঘরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিজিৎ বসাক, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মানবেন্দ্র রায় প্রমুখ।
টাঙ্গাইল : সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানায় জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার পক্ষে মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি জানান।
নোয়াখালী : মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি দফতরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফেনী : শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফেনী পৌরসভা, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, সস্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর। এ ছাড়া আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
লালমনিরহাট : সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুরমতি এলাকায় ’৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা সমবায় সমিতির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম মণ্ডল বুলু, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সিকদার, নাগেশ^রী থানা সভাপতি মেছের আলি, রাজারহাট থানা সভাপতি আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
দোহার-নবাবগঞ্জ : নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেল এএসপি আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
মঠবাড়িয়া (পিরোজপুর) : উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল প্রমুখ।