প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সময় সরকার অনিয়ম করলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। নির্বাচনের সময় দল নয়, সরকারকে সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (৯ জুন) নির্বাচন ভবনে পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একথা বলেন সিইসি।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ কূটকৌশলের চেষ্টা করলে কেউ সফল হবে না। এক্ষেত্রে বিরোধী দলকেও এগিয়ে আসতে হবে।
বৈঠকের সূচনা বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কতটা ভালো, গ্রহণযোগ্য হয়েছে তাও বিচার করা সম্ভব হয় পর্যবেক্ষণে।