থাকি আমি ঢাকা শহর ডাকে সবুজ গাঁ দূষণ ভরা ভিড়ের মাঝে মন যে থাকে না!
নিবিড় গাঁয়ের শান্ত নদী কাকচক্ষু জল সন্ধ্যে সকাল সারাবেলা করে টলোমল।
বৃক্ষ শাখায় কিচির মিচির পাখপাখালির ঝাঁক দুপুর হলে যায় শোনা যায় ঘুঘু পাখির ডাক।
বিলের ধারে হিমেল বাতাস বহে সারাক্ষণ কচি ধানের সবুজ ক্ষেতে ভরে ওঠে মন।
এই শহরে নেইরে স্বজন নেইতো আপন জন গাঁয়ের মানুষ সবাই আপন সবাই যে স্বজন।
দালান কোঠায় ভীষণ ঠাঁসা নেইতো কোনো ফাঁকা সবুজ গাঁয়ে অনেক মজা জটের শহর ঢাকা।