তুমি সদলবলে সমুদ্রে গিয়েছিলে কী দেখে এসেছো- সমুদ্রের উদ্দাম ঢেউ?
নাকি তোমাকে হারিয়ে আমার ভীষণ আস্ফালন দেখে এসেছো?
তুমি কী সমুদ্র স্রোত দেখেছো?
নাকি তোমার দিকে আমার দুরন্ত ছুটে যাওয়া দেখে এসেছো?
তুমি সাগরের সফেদ ফেনা দেখনি দেখেছো তোমাকে আমার হারাবার অস্থিরতা।
তুমি বেলাভূমি দেখোনি দেখেছো তোমাকে পাওয়ার জন্যে পেতে রাখা আমার বুকের সুবিশাল বিস্তৃতি।
তুমিতো সাগরের গর্জন শোননি শুনেছো আমার তোমাকে পাবার হৃদপিণ্ড কাঁপানো হাহাকার।
তুমি সমুদ্রের নীল জল দেখোনি দেখে এসেছো আমার দুচোখের ভালবাসার গাঢ় নীল পত্রাবলী।
তুমি সমুদ্রের উপরে ঝুঁকে থাকা সুবিশাল আকাশ দেখোনি তোমার প্রেমের শীতলতার কাছে নতজানু আমাকেই দেখে এসেছো।
তুমিতো দুর্দান্ত গাঙচিলের সাহসী ডানার ভাষা পাঠ করোনি।
তুমি আমার প্রেমের ধবল ডানাই দেখে এসেছো।
তুমি সাগরের ওপারে দূরদেশ দেখোনি দেখেছো আমাদের ভালবাসার বাস্তুভিটার নিটোল ঘাসভূমি।
কুহেলি, আসলে তুমি বালুকাবেলায় সমুদ্র দেখোনি তুমি আমাকেই দেখে এসেছো।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।