ঈদ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে এই সার্ভিস চালু করেছে এবং আগামী ৬ মে পর্যন্ত এই সেবা চালু থাকবে বলে জানিয়েছে। অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
বিআরটিসির অপারেশন বিভাগ জানায়, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাড়া) বাস ডিপো থেকে ঈদের স্পেশাল বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। মিরপুর বাস ডিপো থেকে রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ ও ময়মনসিংহ রুট, মোহাম্মদপুর বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের টিকিট মিলছে।
মতিঝিল বাস ডিপো থেকে কুমিল্লার দাউদকান্দি, খুলনা, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের টিকিট পাওয়া যাচ্ছে। কল্যাণপুর বাস ডিপো থেকে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও ও দিনাজপুরের টিকিট দেয়া হচ্ছে।জোয়ারসাহারা বাস ডিপো থেকে বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকিট পাওয়া যাচ্ছে।
এছাড়াও গাজীপুর বাস ডিপো থেকে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রামের টিকিট, যাত্রাবাড়ী বাস ডিপো থেকে রংপুর রুটের, নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকিট দেয়া হচ্ছে।
এদিকে, রাজধানীর বাইরে কুমিল্লা বাস ডিপো থেকে ঢাকা-রংপুর রুট, নরসিংদী বাস ডিপো থেকল ঢাকা-রংপুর রুট, সিলেট বাস ডিপো থেকে ঢাকা-রংপুর রুটে ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট পাওয়া যাচ্ছে।
বিআরটিসি সূত্র আরো জানায়, যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ২৯ এপ্রিল থেকে জরুরি সার্ভিস দিতে ৫০টি বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপো, নবীনগর, মতিঝিল বাস ডিপো, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহার বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে অপেক্ষারত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ সংক্রান্ত আরো তথ্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইল ফোনেও যোগাযোগ করা যাবে। এক্ষেত্রে মতিঝিল বাস ডিপোর নম্বর ০১৭১১৩৯১৫১৪, কল্যাণপুর বাস ডিপো ০১৭১১৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো ০১৭৮৪৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো ০১৭১১৭০৮০৮৯, মিরপুর বাস ডিপো ০১৫৫২৪৪২৫৬৬, মোহাম্মদপুর বাস ডিপো ০১৭১২৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো ০১৭৫৮৮৮০০১১, যাত্রাবাড়ী বাস ডিপো ০১৯১৩৭৪১২৩৪, নারায়ণগঞ্জ বাস ডিপো ০১৭১৫৬৫২৬৮৩, কুমিল্লা বাস ডিপো ০১৭১৬৬৮৪১৪৪, নরসিংদী বাস ডিপো ০১৫৫৩৩৪৯৫৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।