জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ফের ইসরাইলি পুলিশ প্রবেশ করেছে। আল আকসা প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের মাত্র দুদিন পর স্থানীয় রোববার ফজরের নামাজের সময় ফের সেখানে সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষের দাবি তারা পবিত্র ওই স্থাপনাটিতে ইহুদিদের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রোববার আল-আকসা ভবনে প্রবেশ করে। কিন্তু ফিলিস্তিনিরা আগে থেকেই সেখানে পাথর জমা করে রেখেছিল। ইসরাইলি বাহিনীকে প্রবেশে বাধা দিতে তারা মসজিদ প্রাঙ্গণে ব্যারিকেডও তৈরি করে।
এদিকে, মসজিদের বাইরের এলাকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়েছে ইসরাইলি পুলিশ। তবে মসজিদের ভেতরেও কয়েকজন ফিলিস্তিনি অবস্থান করছেন।
অন্যদিকে সংঘর্ষে অন্তত ১৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।
এর আগে শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর অভিযানে ১৫২ জন আহত হন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৩০০ ফিলিস্তিনি।
শুক্রবার ফজরের নামাজের সময় কয়েক হাজার মুসল্লি আল আকসা মসজিদে যান। ইহুদি দর্শনার্থীদের চলাচলের পথ করে দিতে সে সময় মুসল্লিদের বেধড়ক পেটায় ইসরাইলি পুলিশ। এতে আহত হন অন্তত ১৫৮ জন, আটক হন ৩০০ ফিলিস্তিনি।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরাইলি বাহিনী। ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়েছে।
এদিকে, আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।