আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী।
শুক্রবার (১৫ এপ্রিল) কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারস্থ নিজ গ্রামের বাড়িতে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত কি হবে আমি জানি না, তবে যদি আপনারা চান তাহলে আমি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জন্য নমিনেশন চাইবো। শেখ হাছিনা সিদ্ধান্ত দেবে।
তিনি আক্ষেপ করে বলেন, আমার কি ইচ্ছে করে না, আমার এলাকার মানুষকে ভালোবাসতে? ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরকে ভালোবাসার জন্য দিছি, কই আপনারাতো ভালোবাসা দিচ্ছেন না? মানুষ কোথাও যেতে পারছে না, আজকে যে কোনো ছোটখান বিষয়ে মানুষ আসছে আমার কাছে, আমি অনেক সময় বিরক্ত হই, তবে আজ কথা দিচ্ছি আমি বিরক্ত দেখাবো না। কারণ এ এলাকার মানুষ আজকে আমাকে প্রমাণ করে দিয়েছে ‘আয়রে একরাম আয়, নিজ ঘরে আয়’।
নিজের বাড়িকে নিয়ে তিনি বলেন, এটা আমার ঘর, কবিরহাটের মানুষের ঘর’। কাউকে কি এক টাকা দিয়ে আনতে হইছে? সাংবাদিক ভাইয়েরা আসুন আপনারা দেখেন, মানুষের ভালোবাসা দেখেন। এ সময় তিনি জেলা আ. লীগ থেকে তাকে অপমান করে সরানো হয়েছে বলেও অভিযোগ করেন।
উল্লেখ, সম্প্রতি ওবায়দুল কাদেরকে রাজাকারের বংশধর বলে আলোচনায় আসেন একরামুল করিম চৌধুরী। সবশেষ গত ১০ মার্চে পুনরায় ওবায়দুল কাদেরকে নোয়াখালী সবচেয়ে বেশি ঘৃণিত লোক বলে পুনরায় আলোচনায় আসেন তিনি। একরামুল করিম চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের টানা ১৭ বছর সাধারণ সম্পাদক ছিলেন। জেলা আ. লীগের বর্তমান আহ্বায়ক কমিটির প্রথম সদস্য তিনি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।