নওগাঁর মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে আসায় ১৮ ছা’ত্রীকে মা’রধরের অ’ভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষিকার বি’রু’দ্ধে।
এ ঘটনায় বিদ্যালয়ের অ’ভিভাবকরা বাদী হয়ে বৃহস্পতিবার উপজে’লা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার ও থা’নায় লিখিত অ’ভিযোগ দায়ের করেন।
অ’ভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার জাতীয় সংগীত চলাকালীন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হিজাব পরিধান করা ছা’ত্রীদের চরম অ’পমান ও মা’রধর, অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং স্কুলে হিজাব না পরে স্কুলে আসতে বলেন। হিজাব পরে স্কুলে আসায় প্রায় ১৮ জন ছা’ত্রীকে মা’রধর করেন। তার নির্দেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষক অষ্টম শ্রেণির তিন ছা’ত্রীকে মা’রধর করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ হিজাব পরে আসার কারণেই মা’রধরের বিষয়টি স্বীকার করে বলেন, ওই শিক্ষিকাকে শোকজ করা হবে।
অ’ভিযু’ক্ত শিক্ষিকাকে মোবাইল করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি কথা না বলে লাইনটি কে’টে দেন।উপজে’লা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি অ’ভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন ত’দ’ন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।