রাজধানীর কামরাঙ্গীরচরের আফিয়া আবুল হাশেম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে “সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন ও ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিবেশ আন্দোলন মঞ্চের উদ্যোগে সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, সাধারণ সম্পাদক জি.এম রোস্তম খান, সহ-সম্পাদক মো. সেলিম, বিডি ক্লিকের সভাপতি আমিনুল ইসলাম টাব্বুস, আমরা দূর্বারের সভাপতি আব্দুস সালাম সময়, আসকের পরিচালক মোও আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রত্যেক পরিবারে শিশুকাল থেকেই বাংলা ভাষা চর্চার পরিবেশ গড়ে তোলা দরকার। একজন সচেতন বাবা-মা-ই পারেন তার সন্তানদের সঠিক ইতিহাস জানাতে। সরকারি আইন ও উদ্যোগের পাশাপাশি আমাদের অভিভাবকদেরও মাতৃভাষার প্রতি সচেতনতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাংলা ভাষার সঠিক প্রয়োগ করতে হবে।
তারা বলেন, তরুণ প্রজন্ম আধুনিকতার নামে যদি শিকড়কে অগ্রাহ্য করে তাহলে নিজস্ব ভাষা, সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। সাবলীল ব্যবহারের মধ্যদিয়ে ব্যক্তিকেন্দ্রিক সদিচ্ছা আর সচেতনতাই পারে বাঙালির এ গৌরবের বাংলা ভাষাকে প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখতে।
প্রতিযোগিতায় দুটি গ্রুপে প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রী অংশ নেয়। পরে অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।