তৃতীয় ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম রিতু নির্বাচিত হয়েছেন। তিনি দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান।
তিনি বলেন, আমি দুর্নীতিগ্রস্ত হতে চাই না। সন্তান নেই, সংসার নেই। কেন দুর্নীতি করবেন? জন্ম নিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড পেতে বেশি টাকা দিতে হয় বলে শুনেছি। এখন থেকে সরকার নির্ধারিত টাকা ছাড়া আর বেশি টাকা গুনতে হবে না ইউনিয়নবাসীকে।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে দ্বিগুণ ভোটে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম রিতু নির্বাচিত হয়েছেন। শপথ নিয়ে চেয়ারে বসেন। নিয়মিত ইউনিয়ন পরিষদে যাচ্ছেন।
৩ জানুয়ারি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু বলেন, নির্বাচনে ইউনিয়নবাসী যে ভালোবাসা দেখিয়েছেন আমি তার প্রতিদান দিতে চাই। ভোটের পর দলমত নির্বিশেষে মানুষ তার কাছে যাচ্ছে। মানুষকে সুখী-দুঃখী করার চেষ্টাও করছেন তিনি। আমরা যে দলের হয়েই কাজ করি না কেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। তিনি দেখতে চান না কে কোন দল বানায়। তিনি দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হয়ে এই ইউনিয়নকে দেশের এক নম্বরে নিয়ে যেতে চান। আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চান।
তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান বলেন, দুর্নীতির কোনো সুযোগ নেই এবং ইউনিয়নের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেও দুর্নীতিগ্রস্ত হলে সরকার তাকে যে শাস্তি দেবে তা সে পাবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।