কোনো অন্তর্বর্তী সরকার নয়, সংবিধান মেনে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান।
তিনি বলেন, দেশের সংবিধানে সবাইকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো সুযোগ রাখা হয়নি। নির্বাচনের আয়োজনে থাকে নির্বাচন কমিশন, আর প্রধানমন্ত্রী তখন রুটিন দায়িত্ব পালন করেন। যেভাবে আইনের মাধ্যমে কমিশন গঠন করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, তা অনেক গণতান্ত্রিক দেশেও বিরল বলে মন্তব্য করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী যে সর্বজনীন পেনশনের কথা বলেছেন তা অভাবনীয় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তার পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন।
দেশের ষাটোর্দ্ধ সকল নাগরিককে পেনশন দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন সবার জন্য পেনশন চালু করবেন। সেই লক্ষ্যে দেশের ষাটোর্দ্ধ সকল নাগরিক যাতে পেনশনের আওতায় আসেন, সেজন্য প্রধানমন্ত্রী আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন। ষাটোর্দ্ধ সবাই পেনশনের আওতায় আসবেন, এমনকি যারা বিদেশে আছেন তারাও পেনশনের আওতায় আসবেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এবং নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।