দেশ জুড়ে দুই-তিন দিনের বৃষ্টির পর ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের সাত জেলা ও এক উপজেলায় রোববার থেকে বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি সর্বশেষ দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিয়েছিল। ৬ দিনের ব্যবধানে গত ৩ ফেব্রুয়ারি শৈত্যপ্রবাহ কেটে যায়। এরপরই দেশজুড়ে ঝড়-বৃষ্টি দেখা দেয়। বৃষ্টিপাতের পরিমাণ কমতেই বেড়ে গেছে শীত। দেশের কয়েকটি জেলায় দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ।
এ ব্যাপারে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যেসব জেলায় শৈত্যপ্রবাহ বইছে, তা আরও কিছু জায়গায় বিস্তার লাভ করতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে।
এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয়েছে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ থেকে কমে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সারা দেশের কোথাও বৃষ্টিপাত না হলেও, রংপুরে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।