
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি চলছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।