এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৯৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী। তাদের মধ্যে ১৩ জন ঢাকার, ৫ জন চট্টগ্রামের, ৬ জন রাজশাহীর, ৭ জন খুলনার, ৩ জন বরিশালের, ১ জন বরিশালের ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩১ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জনের। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।