
গতকাল ৩১/১/২০২২ ইং তারিখ রোজ সোমবার রাতে মেহেন্দীগঞ্জ রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে অথিতিদের ফুলের শুভেচ্ছা, আলোচনা সভা, কুইজ ড্র, পুরস্কার বিতরণ সর্বশেষ রাতের ডিনার , বাদ আছর আবদুল্লাহ পুর থানা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মুনাজাত সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে উৎযাপন করেন এই দিনটি ।
মেহেন্দীগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি ইউছুব আলী সৈকত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী লিটনের সঞ্চালনায় ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুন্নবী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেন্দীগঞ্জ বরিশাল।
উদ্বোধকঃ- জনাব বারেক কায়সার, পিএইচডি গবেষক , ইন্টারন্যাশনাল জার্নালিজম , গণ মৈত্রী বিশ্ববিদ্যালয় , মস্কো রাশিয়া ।
বিষেশ অথিতিঃ – কামাল উদ্দিন উপজেলা মৎস্য অফিসার মেহেন্দীগঞ্জ। জনাব আঃ রাজ্জাক জমদার আহবায়ক সংমিলিত সাংবাদিক জোট মেহেন্দীগঞ্জ , জনাব এহসান রেজা( জিতু ) সাধারণ সম্পাদক মেহেন্দীগঞ্জ প্রেসক্লাব, এসময় উপস্থিত ছিলেন জনাব ফরিদ উদ্দিন সাবেক সভাপতি মেহেন্দীগঞ্জ প্রেসক্লাব , জনাব মনিরুল মোরশেদ ( রবিন ) , মনির দেওয়ান , জনাব স্বপন, আক্তারুজ্জামান খোকন, হাং , এইচ, এম, আনিছুর রহমান , মোঃ হানিফ, মোঃ সম্রাট মেহেন্দীগঞ্জ প্রেসক্লাব।
এসময়ে আরও উপস্থিত ছিলেন এস, এম, হাসান সহ-সভাপতি মেহেন্দীগঞ্জ উপজেলা রিপোর্টাস ইউনিটি , জনাব ইব্রাহিম মুন্সি , জনাব ইউনুস খান আজাদ, জনাব হুমায়ুন কবির , জনাব মোস্তফা কামাল , জনাব মহিউদ্দিন , জনাব মোঃ হাসেম , জনাব ফয়সাল হাওলাদার , জনাব তানবির, রাসেল সরদার , মেহেন্দীগঞ্জ রিপোর্টাস ইউনিটি।
কাজির হাট থানা প্রেসক্লাবের সভাপতি জনাব এস, এম, শাজাহান ও সাধারণ সম্পাদক কাজি রাসেল সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ । সভায় রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা মাননীয় প্রধান অতিথির কাছে মেহেন্দীগঞ্জ রিপোর্টাস ইউনিটির কার্যালয়ের জন্য কিছু জমি দাবি তোলেন মাননীয় প্রধান অতিথি সহযোগিতা করবেন বলে সবাইকে জানিয়েছেন ।

+7
8