করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তার শরীরে মারাত্মক কোনো লক্ষণ দেখা দেয়নি।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে এক টুইটার পোস্টে এ তথ্য জানান ট্রুডো নিজেই।
টুইটারে তিনি লেখেন, ‘সকালে আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমি ভালো অনুভব করছি এবং এই সপ্তাহে আমি জনস্বাস্থ্যবিধি মেনে দূর (বাসা) থেকে কাজ করব। প্রত্যেকে দয়া করে টিকা ও বুস্টার নিন।’
This morning, I tested positive for COVID-19. I’m feeling fine – and I’ll continue to work remotely this week while following public health guidelines. Everyone, please get vaccinated and get boosted.
— Justin Trudeau (@JustinTrudeau) January 31, 2022
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।