চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় এই ভূকম্পন অনুভূত হয়। এটি ১০ থেকে ১২ সেকেন্ড স্থায়ী ছিল।
আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৪ দেখানো হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের অবস্থান।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রও (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে সংস্থাটি অবশ্য প্রথমে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ১ জানায়। পরে তা সংশোধন করে ৫ দশমিক ৪ জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, রাজধানী ঢাকাসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এলাকায় এই ভূমিকম্পের টের পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও, কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।