নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল ৮টায় মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান। সকাল পৌনে ১০টায় সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন বিএনপি জেলা কমিটির সাংগঠনিক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরন। অপরদিকে বিদ্রোহী প্রার্থী লুৎফুল হায়দার লেনিন এখন ও ভোট দেননি। তিনি কেন্দ্রগুলো ঘুরে দেখছেন বলে তার সহকারি ইসমাইল জানান।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার উপেক্ষা করে বিভিন্ন কেন্দ্রের নারী ও পুরুষ ভোটারের লাইন দীর্ঘ হচ্ছে।
পৌরসভার প্রতিটি কেন্দ্রেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে ৮০০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব, পুলিশের ৪টি মোবাইল টিম, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।
নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।