মেহেন্দিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যে বাংদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন ।
দিনটি উপলক্ষে মেহেন্দিগঞ্জে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় হাসপাতালের বিপরীত পাশে নিউ পিপলস ডায়াগনস্টিক সেন্টারে সামনে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান মঈদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সদর ইউপির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার, যুগ্ম-সাধারন সম্পাদক বরিশাল জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান আরজু, যুগ্ম-সাধারন সম্পাদক আঃ জব্বার কানন, বরিশাল জেলা পরিষদ সদস্য মোঃ শহিদ খান, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু খন্দকার, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্যানেল মেয়র নুরুল হক জমদ্দার, কাউন্সিলর শোয়েব হোসেন সোহরাব, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম-আহবায়ক ফিরোজ গোল্দার, ফয়সাল রাকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি নীরব হোসেন বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন রনি, এসময় উপজেলা, পৌর ও ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।আলোচনা সভায় অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এইচ এম রকিব।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আমাদের আশার আলো দেখায়। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম রোল মডেল। তার অক্লান্ত প্রয়াসে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ দেশের উন্নয়ন ও সমৃদ্ধি আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। তার যোগ্য নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ, এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়ক ধরে। অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান বলেন, যারা রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে কুৎসা এবং মিথ্যাচার করছে তাদেরকেও মানুষ জানে এবং আমাকেও মানুষ জানে। এর বিচার করবে মানুষ, কে ভালো আর কে খারাপ। অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান মঈদুল ইসলাম বলেন, আমি টেকনিক্যাল কারণে দীর্ঘদিন মেহেন্দিগঞ্জে আসতে পারিনাই, সেদিন অন্যায়ভাবে আমার উপর যারা হামলা করেছিলো তাদের আমি প্রতিশোধ নিবো না, তবে তাদের বিচার আল্লাহ করবে, আমি নামাজ পড়ে মেহেন্দিগঞ্জবাসীর জন্য দোয়া করি, আল্লাহ যেন মেহেন্দিগঞ্জের মানুষকে ভালো রাখে, আমার হাত ধরে যারা মেহেন্দিগঞ্জে আ’লীগের পদ পদবি পেয়েছে এবং জনপ্রতিনিধি হয়েছে তারা এখন আমার বিরোধিতা করছে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
তাদেরও বিচার একদিন আল্লাহ করবে। বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মঈদুল ইসলাম আলোচনা সভায় সমাপ্তি শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আবদুল্লাহপুর থানা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মতিন সাহেব জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবার সকল সদস্যদের বাংলাদেশ সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ‘র নেক হায়াত ও দক্ষিন বাংলায় রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহর রিশাল সিটি কর্পোরেশন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের জন্য মহান আল্লাহ নিকট দোয়া করেন।