চট্টগ্রামের পতেঙ্গায় একটি কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কনটেইনার ডিপোর কর্মী।
পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, ডিপোর গ্যারেজে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহত তিনজনের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।