নেত্রকোনায় পূর্বধলার নলুয়াপাড়া গ্রামে একটি ৫ বছরের শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ও একটি অপর আরেকটি শিশুকে আহত অবস্থায় নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, আজ আনুমানিক বেলা ২ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নলুয়াপাড়া গ্রামের শামীমের মুরগির খামারের পাশে বাড়ির ভেতরে ছোট ছোট কয়েকটি ছেলে মেয়ে খেলা করছিল। এদের সাথে মামলি আক্তার মলি (৫) ও মিতু আক্তার নামের বাড়ির দুটি শিশুও খেলায় যোগ দেয়। শামীমের মুরগির খামারের নেটের বেড়ার সাথে বিদ্যুতের লাইনের সংযোগ ঘটে। খেলার এক পর্যায়ে মলি ও মিতু বেড়ার সাথে বেড়ার সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়।
বাড়ির আনন্দ ঘন পরিবেশ নিমিষেই কালো মেঘে আচ্ছন্ন করে দেয়। বাড়ির লোকজন টের পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে ও প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। কিন্তু তাদের অবস্থার অবনতি দেখে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মামলি আক্তার মলির মৃর্ত্যু হয় এবং মিতু আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত শিশুটি খামারের মালিক শামীমের ভাইয়ের মেয়ে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি তদন্তের কাজ প্রক্রিয়াধীন আছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।