কোরবানীর ঈদ ও জীবন যাত্রার কথা বিবেচনা করে চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল হবে। পরবর্তীতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বর্তমান বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দিয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কারখানাও বন্ধ রাখার কথা বলা হয়েছে।
উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই সময়ে সকল পযটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে।
এ সময়েও অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওযা যাবে না। মসজিদে নামাজ পড়ার বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।