আজ (১২ জুলাই) সোমবার সকালে কামরাঙ্গীরচর থানার বিভিন্ন এলাকায় লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃমোস্তাফিজুর রহমান ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় নাগরিকের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
সরকারি কঠোর বিধিনিষেধ চলছে প্রায় দুই সপ্তাহ ধরে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই পর্যন্ত সবকিছুই বন্ধ। কিন্তু খেটে খাওয়া মানুষ কীভাবে জীবনযাপন করছে? কীভাবে কাটছে তাদের দিনগুলো? সামনের দিনগুলোই বা কাটবে কীভাবে? দিন যেভাবেই কাটুক না কেন, সবার আগে তাদের প্রয়োজন একমুঠো খাবার। বিশেষ করে তৈরি খাবার। রান্না করা সেই খাবার তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পুলিশ। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরবন্দী দুস্থ ও ছিন্নমূল অসহায় মানুষদের খাবার দিয়ে সহযোগিতা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব খাবার বিতরণ করা হচ্ছে। চলমান লকডাউন পরিস্থিতিতে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় নাগরিকের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কপোরেশনের ৫৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর আলম চৌধুরী এবং কামরাঙ্গীরচর থানার পুলিশ সদস্য ও অন্যান্য ব্যক্তি ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।