দেশের ১২ জেলায় নতুনজেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন। এর মধ্যে আইন মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে খুলনায় বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, মুন্সিগঞ্জের জেলা প্রশাসককে বদলি করে খুলনায়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল-হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মোমিনুর রশিদকে শেরপুরে, পার্বত্য বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনায়, স্বাস্থ্যবিভাগের উপসচিব মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁওয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফকে মানিকগঞ্জে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী, পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সীগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোরের ডিসি পদে পদায়ন করা হয়েছে।
অপরদিকে নাটোরের ডিসি মো. শাহরিয়াজকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, পটুয়াখালীর ডিসি মতিউল ইসলাম চৌধুরীকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি আনার কলি মাহাবুবকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, পাবনার ডিসি কবির মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, পঞ্চগড়ের ডিসি ড. সাবিনা ইয়াসমিনকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, সাতক্ষীরার ডিসি এসএম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।