মহামারি করোনার মধ্যে ভারতে ছড়িয়ে পড়া বিরল ও ভয়ংকর ছত্রাকজনিত রোগ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা মিউকরমাইকোসিস। আশঙ্কাজনক হারে বাড়ছে এর সংক্রমণ। এর মধ্যে এবার বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে বলে দাবি করেছে রাজধানীর বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, দেশে অন্তত দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে ৪৫ ও ৬০ বছর বয়সী দু’জন ব্যক্তির শরীরে এই রোগ শনাক্ত হয়।
এ বিষয়ে বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ল্যাবে দু’জনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’
উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ৯ হাজারেরও বেশি মানুষের ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক পাওয়া গেছে। তাদের মধ্যে ২১৯ জনের মৃত্যু হয়েছে। ভারতের তামিলনাড়ু, গুজরাট, ওডিশা, রাজস্থান ও তেলেঙ্গানা- এই পাঁচ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে।