রবিবার (২৩ মে) আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে আন্তজেলা গণপরিবহন চলবে। এর ফলে দেড় মাস পরে আজ থেকেই দূরপাল্লার গণপরিবহন চলাচল করতে পারবে।
গত ১৪ এপ্রিল বিধি নিষেধ জারি করার পর থেকেই সারাদেশের সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সব জেলায় জেলায় স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচলের অনুমতি দেয়া হলেও বন্ধ রাখা হয় দূরপাল্লার গণপরিবহন চলাচল। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় লাখ লাখ শ্রমিক সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে। কর্মহীন এসব পরিবহন শ্রমিকরা গণপরিবহন চলাচল সহ প্রথমে তিনদফা ও পরে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে। এমনকি ঈদের দিনও রাজধানীর বাস টার্মিনাল সহ বিভিন্ন জেলার বাস টার্মিনালগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
গণপরিবহন চলাচলে বিধিনিষেধ তুলে নেয়ায় দূরপাল্লার বাস চলাচল এর পাশাপাশি ট্রেন ও লঞ্চ চলাচল করতে পারবে। তবে সবাইকেই ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।