আজ ২০/৫/২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১০টা ৩০ মিনিটের সময় মেহেন্দীঞ্জের পাতার হাট তেমুনি চত্বরে প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম কে স্বাস্থ্য সচিবালয়ে হেনস্তা, শারীরিক নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণের প্রতিবাদে মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচি থেকে রোজিনা ইসলামের নিশঃর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।