আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শূন্য হওয়া চারটি সংসদীয় আসনের উপনির্বাচন করবে ইসি। এ উপ
নির্বাচনের তারিখ আগামী ২৪ মে ইসির বৈঠক শেষে জানান হবে এবং তফসিল দেওয়া হবে। তবে ইউপি নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
বুধবার (১৯ মে) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ইতোমধ্যে ৪টি সংসদীয় আসন শূন্য হয়েছে। যার মধ্যে লক্ষীপুর-২ এর তফসিল দেওয়া হয়, যা গত ১১ এপ্রিল নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনার কারণে এ আসনের নির্বাচনসহ দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় ইসি। এছাড়া সিলেট-৩, কুমিল্লা-৫ এবং ঢাকা-১৪। এ চারটি সংসদীয় আসনের উপনির্বাচন একসঙ্গে হবে এবং ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব। আর এ নির্বাচনের তফসিল আগামী ২৪ মে জানান হবে বলে জানান তিনি।
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মের কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।
সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। তবে দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচন করতে না পারলে আরও ৯০ দিন সময় পেছাতে পারে ইসি।
